বগুড়ায় যমুনার ভাঙন কবলিত এলাকায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি ও সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন কবলিত কিছু এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রিডিরেক্টর আবদুল্লাহ্ শেখ।
সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধ ও নদী ভাঙন রোধ এবং বন্যা নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো ঘুরে দেখেন।
এ সময় তিনি বলেন, যমুনা একটি বিশাল নদী। নদী শাসনে গৃহীত প্রকল্প গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। জনপদ রক্ষায় গৃহীত প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক সব সময় সাথে থাকবে।
সে সময় উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার গাইলি মার্টিন, ফ্রাকটিস ম্যানেজার গালইয়ানি, লিড ইরিগেশন স্পেশালিষ্ট জব স্টটজেসডিজেক, প্রোগ্রাম লিডার গিয়ংসিম এন, সিনিয়র ওয়াটার স্পেশালিস্ট এটিএম খালেদুজ্জামান, নেদারল্যান্ডস দূতাবাসের মিটজি কাইলিন, সিবলি সাদিক, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এতে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান , সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী প্রমুখ।
আলোচনা শেষে কালিতলা গ্রোয়েন বাঁধে বৃক্ষ রোপন করা হয়।