প্রধান খবরবগুড়া

বগুড়ার করতোয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন

বগুড়া জেলা শহরের করোতোয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার শুরু হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়ার এসপি ব্রিজ থেকে বেজোড়া ব্রিজ পর্যন্ত এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ।

জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়বারের মতো আয়োজিত নৌকা বাইচের এবারের স্লোগান হচ্ছে, “নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে। নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও।”

২০১৮ সালে প্রথমবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম নৌকা বাইচ খেলা । হাজার বছরের ইতিহাস বিধৌত, পৌরানিক নদী করতোয়া। কত কালের সাক্ষী এই নদী যেন এক জীর্ণ বর্তমান। মানুষকে জাগাতে, নদীর হারানো গৌরবকে ফিরিয়ে দিতে, সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছিল প্রথমবারের মত নৌকাবাইচ। স্বাধীনতার পর এটিই ছিল করতোয়া নদীতে নৌকা বাইচের প্রথম আয়োজন ।

বিকেলে এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (বগুড়া-৬) রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

এই বিভাগের অন্য খবর

Back to top button