আইন ও অপরাধ

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ অক্টোবর) আদালত বলেছেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।বিচারপতি এমদাদুল হক আজাদের একক হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তাদের জামিন দেন।

এছাড়া দুজনের আপিল হাইকোর্ট শুনানির জন্য গ্রহণ করে সাইবার ট্রাইব্যুনালের দেওয়া জরিমানা স্থগিত করেন। ফলে আপাতত তাদের কারামুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

এদিন শুরুতে শুভ্র-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই দফায় দাঁড়িয়ে জামিনের বিরোধিতা করেন।

এক পর্যায়ে আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তাদের দুই বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না? আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button