বগুড়ায় র্যাবের হাতে ৯ মামলার আসামি গ্রেফতার
চার অস্ত্র মামলা, দুই মাদক মামলা, দুই হত্যাচেষ্টা মামলা এবং এক চুরির মামলার আসামি মো. মেহেদী হাসান শাওনকে (৪১) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে তাকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ২০ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে মো. সেলিমকে অভিযুক্ত শাওন হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল এবং চাকু দিয়ে আঘাত করে। হত্যা নিশ্চিত করতে হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে অজ্ঞান অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন। এ ঘটনায় সেলিমের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র্যাব-১২ ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় গ্রেফতার হন শাওন।