আন্তর্জাতিক খবরদিবসপ্রধান খবর

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস

বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর (বুধবার) পালন করে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এ দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করা। অন্যান্য উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হলো শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিবাহ। ২০১২ সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়েছে।

জানা যায়, প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারি অনুষ্ঠানের পৃষ্ঠ-পোষকতাতে একটি প্রকল্প রূপে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের জন্ম হয়েছিল। প্ল্যান ইন্টারন্যাশনাল ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl) নামক আন্দোলনের ফলশ্রুতিতে এই দিবসের ধারণা জাগ্রত হয়েছিল। এই আন্দোলনের মূল কার্যসূচী হলো বিশ্বজুড়ে কন্যার পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মচারীরা সকলে এই আন্দোলনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button