বিএনপিরাজনীতি

বিএনপি নেতা এ্যানি গ্রেফতার

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মো. পারভেজ ইসলাম।

তিনি জানান, ধানমন্ডি থানার ২৫ নম্বর মামলায় এজহারনামীয় ২৯ নম্বর আসামি এ্যানি। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুরে দুটি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এ্যানিকে তুলে যাওয়ার বিষযটি নিশ্চিত করেছিলেন।

থানায় যাওয়ার আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাসা থেকে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পুলিশ দরজায় লাথি মারছে, হুমকি দিচ্ছে, দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button