আন্তর্জাতিক খবর

২০২৩’র শেষ সূর্যগ্রহণ আগামীকাল

আগামীকাল হতে যাচ্ছে ২০২৩ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণের ঘটনা বেশ বিরল। এর আগে, ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল (১৪ অক্টোবর) শনিবার রাত ৯টা ৩ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ।

বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে।

দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণও বলা হচ্ছে। তবে আমাদের দেশ থেকে দেখা যাবে না বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণ।

উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে এই বিরল সূর্যগ্রহণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button