আবহাওয়াপ্রধান খবর

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

দেশের দুই বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। পাশাপাশি দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পর্বাভাসে এমন তথ্য তুলে ধরেছে আবহাওয়া অফিস।

দুই-একদিন পর বৃষ্টি বিদায় নিয়ে সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিদায় নিয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার জন্য পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button