ক্রিকেটখেলাধুলা

সাকিবকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে রানরেট বাড়িয়ে নিলেও শেষ দুই ম্যাচে হেরে টেবিলের ছয় নম্বরে নেমেছে বাংলাদেশ।

পরের ম্যাচ আগামী ১৯ অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে, মাঝে পাঁচদিন সময় পাচ্ছে টিম টাইগার্স। এরমধ্যে তিন দিন বিশ্রামে কাটাবে বাংলাদেশ দল।

শুক্রবার রাতে চেন্নাইতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারার পর শনিবার দুপুরে চার্টার্ড ফ্লাইটে বিকেল চারটার দিকে পুনেতে পৌঁছেছেন সাকিবরা।

আজ আর কোনও অনুশীলন নেই, আগামী দুই দিনও যে যার মতো সময় কাটানোর জন্য ছুটি দেওয়া হয়েছে। বাকি দুইদিন চলবে পুরোদমে অনুশীলন।

চেন্নাইতে হারের পর মিক্সড জোনে সহকারী কোচ নিক পোথাস জানান, ‘আমাদের আপাতত খুব ভালো বিশ্রাম দরকার। বিশ্বকাপে মুশকিল হলো একটার পর একটা ম্যাচ দ্রুতই চলে আসে। একেকটি ম্যাচ অনেক চাপের। প্রতিটি ম্যাচই শক্তি অনেক শুষে নেয়। একটা চক্রের ভেতর পড়ে যেতে হয়। অনুশীলন করলে ফল মিলবে মনে হলেও আসলে তা না। আমাদের ক্রিকেটারদের শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন। সতেজ হয়ে আমরা ভারতের ম্যাচের জন্য প্রস্তুত হবো।’

তবে কিউইদের বিপক্ষে সাকিব উরুতে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন, ম্যাচ শেষ হওয়ার আগেই নেওয়া হয় স্ক্যান করতে হাসপাতালে। এরসঙ্গে যোগ হয়েছে জ্বর। সব মিলে সাকিবের পরিস্থিতি এখন কেমন সে বিষয়ে কিছুই জানানো হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যায়।

এই বিভাগের অন্য খবর

Back to top button