আন্তর্জাতিক খবর

এবার ইসরায়েলকে হুমকি দিলো ইরান

গাজায় ইসরায়েলের হামলার মধ্যে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দুল্লাহিয়ান আল জাজিরাকে বলেছেন, ইসরায়েল যদি গাজায় ঢোকার সিদ্ধান্ত নেয়, তাহলে প্রতিরোধের নেতারা ইসরায়েলকে দখলদার সেনাদের কবরস্থান বানাবে।

নিজের প্রথম কাতার সফরে গিয়ে এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসকে সমর্থন দিয়ে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে আমিরআব্দুল্লাহিয়ান হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও বৈঠক করেন। ওই বৈঠকে উভয় নেতা ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করেন।

আমিরআব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেন, ইসরায়েলের স্ট্যাটু ও পাপেটদের রক্ষায় এগিয়ে এসেছে ‍যুক্তরাষ্ট্র। যদি যুদ্ধের পরিধি বেড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button