ক্রিকেটখেলাধুলা

ক্ষমা চাইলেন ওপেনার লিটন দাস

বিতর্কিত কর্মকাণ্ডের একদিন পরেই ক্ষমা চাইলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস।

সোমবার (১৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষমা চান তিনি।

ক্ষমা চেয়ে লিটন দাস লিখেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

এর আগে গতকাল রবিবার ভারতের পুনেতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন লিটন দাস। 

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচে অংশ নিতে টাইগারবাহিনী এখন পুনেতে। সেখানকার হোটেলের সামনে সাংবাদিকদের দেখে হঠাৎ মেজাজ হারিয়ে বসেন লিটন দাস। সে সময় তিনি সিকিউরিটি গার্ডদের ডাক দেন। সিকিউরিটি গার্ডরা গণমাধ্যমকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button