আন্তর্জাতিক খবর

“পাল্টা হামলা চালানো শুরু করলে কেউ মুসলমানদের মোকাবিলা করতে পারবে না’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গাজায় ইসরায়েল হামলা অব্যাহত রাখলে পাল্টা হামলা চালানো শুরু করলে কেউ মুসলমান ও প্রতিরোধ বাহিনীর মোকাবিলা করতে পারবে না।

খামেনি জানিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের ‘গণহত্যা অবিলম্বে’ বন্ধ করা উচিত।

মঙ্গলবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল চলতি সপ্তাহের শুরুতে গাজায় ত্রিমুখী হামলার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার খামেনি বলেছেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ অব্যাহত থাকলে কেউ মুসলমান ও প্রতিরোধ শক্তির মোকাবিলা করতে পারবে না… গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করতে হবে।’

‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান তিনি বলেন, ‘বিশ্ব গাজায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী শাসকদের গণহত্যা প্রত্যক্ষ করছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button