ক্রিকেটখেলাধুলা

শতভাগ ফিট না হলে সাকিবকে খেলানোর পক্ষে নন হাথুরু সিংহে

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় উরুতে চোট পান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেই চোট নিয়ে পরে বোলিং করেন দশ ওভার। তবে ম্যাচ শেষের আগেই তাকে স্ক্যান করতে যেতে হয় হাসপাতালে।

সেই চোট থেকে কতটা সেরে উঠেছেন এখনো পুরোপুরি জানে না টিম ম্যানেজমেন্ট। তবে তিন দিন টানা বিশ্রাম শেষে মঙ্গলবার অনুশীলনে ফিরেছিলেন সাকিব। নেটে প্রায় ৪৫ মিনিট ব্যাটিং ছাড়াও রানিং করেন তিনি। এরপর শঙ্কা কেটে যাওয়ার কথা।

তবে আজ হেড কোচ হাথুরু সিংহে জানিয়েছেন ভিন্ন কথা। ম্যাচের আগের দিন আজ বুধবার আরেকবার স্ক্যান করানো হয়েছে। এই রিপোর্ট ভালো আসলে তবেই খেলার অনুমতি পাবেন সাকিব।

যদি পুরোপুরি ফিট না হন সেক্ষেত্রে সাকিবকে নিয়ে ঝুঁকি না নেওয়ার পক্ষে হাথুরু। এ নিয়ে হাথুরু বলেন, ‘আমরা আজকে আবারো স্ক্যান করিয়েছি। এখন ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ঠিক আছে। যদিও সে বোলিং করেনি। কালকে সকালে আসবে এবং তাকে আমরা দেখে সিদ্ধান্ত নেব। সে যদি খেলার জন্য তৈরি না থাকে তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। যদি সে তৈরি থাকে তাহলে খেলবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button