জাতীয়প্রধান খবর

দুর্গাপূজা শুরু

সারা দেশে মন্দিরে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ (২০ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

ইতোমধ্যে সমস্ত পূজা মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। উৎসবকে কেন্দ্র করে ভক্ত ও কারিগররা সারা দেশের মন্দির ও প্যান্ডেল সাজানোর কাজে ব্যস্ত।

দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে এবং ইতোমধ্যে সারা দেশের পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ষষ্ঠী উপলক্ষে দেবী দুর্গার ‘বোধন’ দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসব শুরু হবে। ২৪ অক্টোবর সারা দেশে নিকটবর্তী নদী ও জলাশয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button