বগুড়া শহরে নিশিন্দারা মধ্যপাড়া এলাকার নিজ বাসায় সন্তানকে আটকে রেখে তাসলিমা আকতার (২২) নামে এক গৃহবধূর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় তাদের তিন বছরের ছেলে কাজিম আলী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, নিহতের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তিন বছরের সন্তানকেও মাথায় আঘাত করা হয়েছে।এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কী কারণে এ হত্যাকাণ্ড তদন্ত করে তা শিগগিরই উদ্ঘাটন করা হবে।
নিহতের স্বামী সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে আটটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে মোটরসাইকেলে তিনবার হর্ন বাজানোর পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে; বাইরে থেকে দরজা খুলে ঢুকে দেখি অন্ধকার বাড়িতে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। আর রুমে আটকে রাখা তিন বছরের ছেলেকে বের করলে সে কাঁদতে জানায়, মা তো মারা গেছে।