রাজনীতি

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালের দিকে টাঙ্গাইলের ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে দুটি মামলা চলছে। সম্প্রতি আদালত ওই দুই মামলায় তাকে ছয় মাস করে সাজা দেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কাজী আশরাফ সিদ্দিকী দীর্ঘ দিন ধরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামে। তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে জাতীয় পার্টির হয়ে দুবার সংসদ নির্বাচন করেছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.