বগুড়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সনদপত্র তুলতে এসে ফাইয়াদ আলম (২৭) নামে এক শিক্ষার্থী বাসের ধাক্কায় মারা গেছেন।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সদরের গোকুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াদ আলম বগুড়ার গাবতলী উপজেলার লস্করীপাড়ার জহুরুল আলমের ছেলে। তিনি সম্প্রতি বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পাস করেছেন।
জানা গেছে, শুক্রবার দুপুরে তিনি সনদপত্র তুলতে বাড়ি থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ে আসেন। কাজ শেষে বিকালে বিশ্ববিদ্যালয় থেকে বের হন। তিনি মহাসড়কে উঠলে পেছন থেকে বগুড়া-গাইবান্ধা রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে মারা যান।
চালক কিছুদূর গিয়ে বাস ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক অবরোধ করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে সদর থানা ও হাইওয়ে পুলিশ এসে তাদের ক্যাম্পাসে ফেরত পাঠান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে।