
ভারতে চলছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই আসরের চারটি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।
বিশ্বমঞ্চে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে এখন ভারতের মুম্বাইয়ে লাল-সবুজেরা। সেখানে রোববার (২২ অক্টোবর) দলীয় অনুশীলন সেরেছে সাকিব বাহিনী।
এদিকে সাগর তীরবর্তী শহর মুম্বাই। যে কারণে সেখানে আর্দ্রতা অন্য যেকোনো শহরের তুলনায় অনেক বেশি। রোববার সেখানে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে প্রায় ৩৯ ডিগ্রি গরম অনুভূত হচ্ছিল। আর এ গরমে সঙ্গে বেশ বাতাস বইছিল। যে কারণে প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
এদিন গরমের সঙ্গে মানিয়ে নিতে না পেরে মাথা ঘুরিয়ে পড়ে যান টাইগারদের সহকারী ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। প্রচণ্ড গরমের কারণে পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন হেড কোচ চণ্ডিকা হাথুরেসিংহেও। তাই অনুশীলনে না এসে টিম হোটেলেই বিশ্রাম নিয়েছেন তিনি।
হাথুরু না থাকায় সহকারী কোচ নিক পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন করেছে টাইগাররা। প্রধান কোচ ছাড়া বাকি সব কোচিং স্টাফই সেখানে উপস্থিত ছিলেন।