বিনোদন

জন্মদিন এসে গেল পরীমণির, কিন্তু কেন জমকালো আয়োজন নেই এবার?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন আগামীকাল মঙ্গলবার। রাত পোহালেই জন্মদিন, অথচ তেমন আয়োজনের ঘনঘটা নেই এবার। পরীমণিও আছেন অনেকটা চুপচাপ!

গত কয়েক বছর ধরে তিনি বেশ জমকালো ভাবেই উদযাপন করেন এই দিনটি। জন্মদিন নিয়ে গণমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তাহলে এবার কেন অনীহা আয়োজন নিয়ে। প্রশ্ন জাগতে পারে পরীর এবার কী হয়েছে?

মহাসমারোহে জন্মদিন উদযাপন করা পরীমণির নীরব থাকার কারণটাও জানা গেল অবশেষে। এ বিষয়ে দেশের এক সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘জন্মদিনটা আমার জন্য বরাবরই আনন্দের এবং বিশেষ কিছু। আর সেই জন্মদিনের কেকটা কাটি আমার জীবনের বিশেষ ও গুরুত্বপূর্ণ মানুষ নানার হাত ধরে। তবে অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নানা। বেশ কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে আছেন। ‘ 

নানার অসুস্থতার কারণে শুটিং থেকেও ছুটি নিয়েছিলেন পরী। সবমিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের অবস্থায় নেই বলেই জানালেন এই অভিনেত্রী।  

তবে ২৪ অক্টোবর না পারলেও সবাইকে নিয়ে একটু দেরিতে হলেও জন্মদিনের অনুষ্ঠনটা উদযাপন করতে চান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button