প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় পূজার মেলা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
বগুড়ায় দুর্গাপূজার মেলা দেখতে গিয়ে অটোরিকশার ধাক্কায় উম্মে কুলসুম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা মালীপাড়া এলাকার মাদ্রাসা শিক্ষক মাহফুজার রহমানের মেয়ে।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুলসুম দুর্গাপূজা উপলক্ষে শহরের চেলোপাড়ায় তার আত্বীয়ের বাড়িতে আসে। দুপুরে সে চেলোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেলায় ঘোরাফেরা করছিল। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার থেকে অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।