বগুড়ায় পূজা মণ্ডপে দায়িত্বরত নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জে পূজা মণ্ডপে দায়িত্বরত আশা দেবী মোহন্ত (৩২) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশা দেবী বানাইল এলাকার ভজন কুমার মোহন্তের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ।
স্বজনদের বরাতে তিনি জানান, আনসার সদস্য আশা দেবী মোহন্তের পাড়ার পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাত ১১ টার দিকে মণ্ডপ থেকে তিনি কাপড় পরিবর্তন করে ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে যান। ওই সময় মণ্ডপে তার শাশুড়ি, জা ছিলেন। ১২ টার দিকে তার শাশুড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে পিছনের দরজা খুলে ভিতরে গিয়ে আশা দেবীকে খাটের উপর পড়ে থাকতে দেখেন। এরপর খবর পেয়ে স্বামী ভজন কুমার এসে আশাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, আশা দেবীর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় একটা ফাঁসের দাগ পাওয়া গেছে। হত্যার কারণ এখনও বোঝা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।