আবহাওয়াপ্রধান খবর

রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’: দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। ঘূণিঝড়টি মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে বুধবার ১০টার মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় হামুনের ক্ষেত্রে ১০টি জেলাকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছি। আজ রাত ৮টার মধ্যে দূর্গত এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছি।

সংবাদ সম্মেলনে কথা বলছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সংবাদ সম্মেলনে কথা বলছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।ডা. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা করতে ১০টি জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button