ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের এমন পারফরম্যান্স আসলে বিরক্তিকর: আকাশ চোপড়া

বাংলাদেশের এখন পর্যন্ত বিশ্বকাপ অভিযান প্রায় ব্যার্থ। ৫টি ম্যাচের ৪টিতেই হেরে সেমিফাইনাল এ খেলার স্বপ্ন প্রায় শেষ হয়ে এসেছে। বাংলাদেশের এই ব্যার্থতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন আকাশ চোপড়া। সেখানে তিনি বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।  

ভারতীয় এই ধারাভাষ্যকার বলেন, ‘এটি তো তাদের পরিচিত কন্ডিশন। তারা তো এই উপমহাদেশেই খেলে। এখানে খারাপ করার কথা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের। কিন্তু তারা ভালো খেলছে। আর বাংলাদেশ সাধারণ মানের খেলা দেখাচ্ছে। আফগানিস্তান দুটি ম্যাচ জিতেছে। যদি আফগানিস্তান এমন খেলতে পারে, তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়? আমার মনে হয়, সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আফগানিস্তান এগিয়ে।’


আকাশ চোপড়া বলেছেন, ‘বাংলাদেশের বোলিং খুব সাধারণ মানের লেগেছে। ৫টি ম্যাচ খেলে একটিতে জিতেছে। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। ২০ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি দলের এমন পারফরম্যান্স আসলে বিরক্তিকর। আমার মনে হচ্ছে, বাংলাদেশ এই বিশ্বকাপের সবচেয়ে বাজে পারফর্ম করা দলগুলোর একটি। তবে ওদের সমর্থকদের আবেগকে আমি শ্রদ্ধা করি।’

আকাশ চোপড়া আরও বলেন, ‘তবে হ্যাঁ, মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করতেই হবে। তিনি সেঞ্চুরি করেছেন। আমি বলতে চাই, তিনি অসাধারণ করেছেন। পুরো তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু বাকিরা যা করেছেন তাতে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। বাংলাদেশের সমস্যাটা খুঁজে বের করা উচিত। অন্যরা পারলে তারা পারবে না কেন?’

এই বিভাগের অন্য খবর

Back to top button