প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় নিখোঁজ চাতাল শ্রমিকের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় নিখোঁজের ৫ দিন পর এক চাতাল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আন্দিকুমড়া একটি চাতালের থেকে লাশটি উদ্ধার করা হয় ।
নিহতের আব্দুল মান্নান (৩৮) শাহবন্দেগী ইউনিয়নের মৃত মোবারক হোসেনের ছেলে।
জানা যায়, ২য় স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পর গত ২১ অক্টোবর থেকে মান্নান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাত ৩টার দিকে স্থানীয়রা শামছুল মেলেটারীর চাতালের ওপর মান্নানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকালে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।