জাতীয়

রাজধানীতে প্রায় ১৩ হাজার পুলিশ মোতায়েন

সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বা নাশকতারোধে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলা হয়েছে।

তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে যা যা করা দরকার তা সবই করবে পুলিশ। এরই মধ্যে রাজধানীতে ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ ও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দেয় ডিএমপি।

এর আগে গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

এদিন জামায়াত ইসলামী বাংলাদেশ মতিঝিলে সমাবেশ করবে। এছাড়া সরকার বিরোধী কিছু ছোট দলও রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করবে। এর ফলে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button