সারাদেশ
কুমিল্লায় আওয়ামী লীগ নেতার মৃত্যু
কুমিল্লায় হরতাল বিরোধী মিছিল নিয়ে আসার পথে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেতা কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল হোসেন। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, বেলাল মিছিল নিয়ে কাপ্তানবাজার থেকে কান্দিরপাড় আসে। এ সময় বুকে ব্যাথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।