সারাদেশ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

কুমিল্লায় হরতাল বিরোধী মিছিল নিয়ে আসার পথে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেতা কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল হোসেন। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, বেলাল মিছিল নিয়ে কাপ্তানবাজার থেকে কান্দিরপাড় আসে। এ সময় বুকে ব্যাথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন। নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হসপিটালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button