সারাদেশ

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতার মৃত্যু

লালমনিরহাটে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিএনপি নেতাকর্মীদেন হামলায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালমনিরহাট বাফা গোডাউনের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগ নেতা জাহাঙ্গীর।

এদিকে সকাল থেকেই লালমনিরহাটের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিং শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

সকাল সাড়ে দশটার দিকে সাপ্টিবাড়ি বাজারে সড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করতে থাকে।

এ সময় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলের মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির আদিতমারী উপজেলা কার্যালয় ভাঙচুর করেন।

এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলসহ চারটি মোটরসাইকেল ভাঙচুর করে বিএনপি সমর্থকরা। সূত্র: দেশ টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button