আন্দোলনকারী পোশাক শ্রমিকদের দেয়া আগুনে একজনের মৃত্যু
গাজীপুরের কোনাবাড়ীতে এবিএম ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় আন্দোলনকারী পোশাক শ্রমিকদের দেওয়া আগুনে একজনের মৃত্যু হয়েছে।
বিকেল ৫টার দিকে কাশিমপুর-কোনাবাড়ী রোডের ওই ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারী শ্রমিকরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আন্দোলনের কারণে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এবিএম ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিল। খবরটি আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের ধাওয়া খেয়ে ওই কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে ওই কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা।
তবে ওই কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেওয়ায় আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের মারধর করে। একপর্যায়ে কারখানায় আগুন জ্বালিয়ে দেয়।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।