ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে গৃহবধুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় চার্জে দেওয়া অটোভ্যানের ব্যাটারির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জেমি আকতার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। জেমি খাতুন জয়শিং গ্রামের অসিম উদ্দিনের স্ত্রী।

নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জয়শিং গ্রামের অসিম উদ্দিন একজন অটোভ্যান চালক। প্রায় ৫ মাস আগে জেমি আকতারের সাথে তার বিয়ে হয়েছে। সোমবার সকালের দিকে অসিম উদ্দিন অটোভ্যানটি চার্জে দিয়ে ফসলের মাঠে কাজ করতে যান।

বেলা ১১টার দিকে অসিমের স্ত্রী জেমি আকতার অটোভ্যানটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এসময় অসাবধানতা বশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button