
ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর জয়ীর নাম সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় ঘোষণা করা হবে।
প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে হবে এবারের ব্যালন ডি’অরের অনুষ্ঠান।
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির অষ্টম নাকি ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ডের প্রথম ব্যালন ডি’অর জয় সেটি জানার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেসি, অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে তাদের ইতিহাসের প্রথম ট্রেবল শিরোপা এনে দিয়েছেন হালান্ড।
এবারের ব্যালন ডি’অর জয়ে হালান্ডের চেয়ে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে লিগ শিরোপা ব্যতীত তেমন কিছু না জিতলেও আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন তিনি। কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারও ছিলেন মেসি। তাই অনেকেরই ধারণা অষ্টমবারের মতো মেসির হাতেই উঠছে এই পুরস্কার।