বিনোদন

“এবার তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী”

শবনম বুবলীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তার স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন এই চিত্রনায়িকা।

শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্ত্বঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপন ও বুবলীর।’

সেই ফেসবুক স্ট্যাটাস । ছবি: সংগৃহীত

তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়। যদিও ওই রাতেই সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। সূত্র: দেশ টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button