ক্রিকেটখেলাধুলা

জন্মদিনে সোনার ব্যাট উপহার পাচ্ছেন কোহলি

বিশ্বকাপের মতো আসর। তার ওপর দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন। নভেম্বরের পাঁচ তারিখে কলকাতায় যে এই দুই উপলক্ষ মিলিয়ে একটা সাজ-সাজ রব পড়ে যাবে, ফিক্সচার ঘোষণা দেওয়ার দিন থেকেই অনুমান করা গিয়েছিল। হচ্ছেও তাই।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে ভারত। উপলক্ষটা আরও রঙিন হয়ে উঠছে একটা কারণে, আজ বিরাট কোহলির ৩৫তম জন্মদিন। ম্যাচ শুরুর আগেই কোহলির হাতে জন্মদিনের বিশেষ উপহার তুলে দিতে যাচ্ছে ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)’। ওয়ানডেতে সর্বোচ্চসংখ্যক সেঞ্চুরির রেকর্ডের অপেক্ষায় থাকা কোহলিকে সোনার ব্যাট উপহার দিচ্ছে তাঁরা।

আজ আরও অনেক কিছু করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু শেষমেশ আইসিসি ও বিসিসিআইয়ের কিছু নিয়মকানুনের বেড়াজালে পড়ে সেসব করতে পারছে না পশ্চিমবাংলার ক্রিকেট সংস্থাটি। এর মধ্যে ছিল ৭০ হাজার কোহলির মুখোশ বানিয়ে উপস্থিত দর্শকদের বিতরণ করা, বিশেষ আতশবাজি করা। কিন্তু শেষমেশ ওসব পরিকল্পনা বাতিল করা হয়েছে। তবে স্বাভাবিক মাত্রায় আলোকসজ্জা ও সাউন্ড শো করার অনুমতি দেওয়া হয়েছে ইডেন গার্ডেনস কর্তৃপক্ষকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button