বিনোদন
ঢাকায় আসছেন কিংবদন্তি কবীর সুমন

আজ ঢাকায় আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। আজ ঢাকা আসার বিষয়টি জানিয়েছেন এ শিল্পী নিজেই। এক কর্মশালায় অংশ নিতে চার দিনের সফরে আসছেন তিনি।
এক ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য আজ ঢাকা যাচ্ছি।
কবীর সুমন শেষবারেরর মতো বাংলাদেশে গান গেয়েছিলেন গত বছর তার ‘তোমাকে চাই’ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ উপলক্ষে।