ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট, আয় পাঠানো হবে ফিলিস্তিনিদের জন্য
‘আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড’ নামে একটি সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে চ্যারিটি কনসার্ট। সেটির নাম ‘টু গাজা ফ্রম ঢাকা’।
আয়োজকরা জানিয়েছেন, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজবাসীর প্রতি সমর্থন জানিয়ে আগামী ২৪ নভেম্বর ঢাবির কেন্দ্রীয় মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
উদ্যোক্তা সংগঠনের মুখপাত্র সংগীতশিল্পী আহমেদ হাসান সানি জানিয়েছেন, এই কনসার্টে ১৫টির মতো ব্যান্ড ও সংগীতশিল্পী গান গাইবেন।
ইতোমধ্যে মাকসুদ ও ঢাকা, নেমেসিস ব্যান্ডের জোয়াদ রেজা চৌধুরী, কার্নিভাল, মাশা ইসলাম, র্যাপার সাফায়েত, আসির আরমানকে চূড়ান্ত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি ব্যান্ড ও শিল্পীকে চূড়ান্ত করা হবে।j
আয়োজকরা দাবি করছেন, ব্যান্ডদল ও শিল্পীরা কেউ কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই পাঠানো হবে ফিলিস্তিনের অসহায় গাজাবাসীদের জন্য।
আয়োজকরা এও জানালেন, কনসার্টের পাশাপাশি আগামী সপ্তাহে ঢাকার অলিগলিতে ‘টু গাজা ফ্রম ঢাকা‘ গ্রাফিতি করবেন তারা। এই উদ্যোগও গাজাবাসীর পাশে থাকার জন্য।