টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ ধরলেন মুশফিকুর রহিম!
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা বেশ কয়েকটি ম্যাচ হারলেও তাদের ব্যাটিং সক্ষমতা দেখিয়েছে।
তবে আজ টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট দিতে হয়েছে লঙ্কানদের। শরীফুল ইসলামের অফ স্টাম্পের বেশ বাইরের বল মুভমেন্ট করে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাট চালিয়ে বিপদেই পড়লেন কুশল পেরেরা। ব্যাটের কানায় লেগে বল যাচ্ছিল স্লিপে থাকা একমাত্র ফিল্ডার নাজমুল হোসেনের দিকে।
কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। কমেন্ট্রি বক্স থেকে আতহার আলী খান বলছিলেনএটিই টুর্নামেন্টেরই অন্যতম সেরা ক্যাচ।
শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে চার মেরে শুরু করেছিলেন পেরেরা। কিন্তু তাকে থিতু হতে দিলেন না মুশফিক। মাত্র ৫ রানের মাথায় ৪ রান করে সাজঘরে ফিরতে হলো পেরেরাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৮ রান। ব্যাট করছেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস।