বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল ফারদিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। ফারদিন সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মোখলেছার রহমানের ছেলে।
আজ সোমবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা নাবিল কোম্পানি নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে গ্রাম থেকে তিন বন্ধুসহ ফারদিন কলেজে আসে। কলেজ শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের ছোনকা নাবিল কোম্পানি নামকস্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ফারদিন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুই বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। দুই বন্ধুর নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: আবুল ফয়সাল বলেন, পেছন থেকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।