জাতীয়দিবসপ্রধান খবর
আজ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস আজ। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসাবে পালন করে।
১৯৭৫ সালের এদিনে, সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে।
কোনো কোনো রাজনৈতিক সংগঠন এ দিনটি সিপাহী–জনতার অভ্যুত্থান দিবস হিসাবেও পালন করে।
বিশিষ্টজনেরা মনে করেন, সিপাহী বিপ্লবের নামে এদিন থেকে শুরু হয় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যা প্রক্রিয়া। ১৯৭৫ সালের এদিনে সিপাহী বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এরা হলেন– খালেদ মোশাররফ বীর উত্তম, কে এন হুদা বীর উত্তম এবং এ টি এম হায়দার বীর বিক্রম।