দিল্লিতে সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁহাতের তর্জনীতে চোট পান সাকিব আল হাসান। সেই চোটে বিশ্বকাপ শেষ টাইগার অধিনায়কের।
দল থেকে ছিটকে পড়ায় আজ (৬ নভেম্বর) বিকেলে দেশে ফিরে এসেছেন তিনি।
সাকিবের সঙ্গে দেশে ফিরছেন ওপেনার লিটন দাস। পারিবারিক কারণে লিটন ঢাকায় আসছেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। দুই দিন দেশে থেকে ৯ নভেম্বর পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী ১১ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য দিল্লি থেকে পুনে গেছে বাংলাদেশ দল। সাকিবের মতো দলের সঙ্গী হননি লিটন দাস। দিল্লি থেকে একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন দুজন।
চলতি বিশ্বকাপে এর আগেও একবার বিশ্বকাপের মধ্যে পারিবারিক কারণে ঢাকায় এসেছিলেন লিটন। সেবারও দুই দিন দেশে থেকে আবার দলের সঙ্গে যোগ দেন।