পোশাক শ্রমিকদের মজুরি বাড়ল

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শ্রমিক বোর্ডের কার্যালয়ে এক সভায় নতুন এ মজুরি নির্ধারণ করা হয়।
সভায় কারখানা মালিক-শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত এপ্রিলে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত ২২ অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূননতম মজুরির প্রস্তাব দেন। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব করে ১০ হাজার ৪০০ টাকা।
মালিকপক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা পরদিন থেকেই আন্দোলনে নামেন। প্রথমে গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবি আন্দোলন শুরু হলেও পরে তা আশুলিয়া-সাভারেও ছড়িয়ে পড়ে।
এর আগে গত ১লা নভেম্বর মালিক–শ্রমিকদের এক সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।