অর্থ ও বানিজ্য

১ লাখ টন লবণ আমদানির অনুমোদন

ডিম ও আলুর পর এবার লবণ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই লক্ষ্যে ২৬৪টি প্রতিষ্ঠানকে এক লাখ টন লবণ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তপন কান্তি ঘোষ বলেন, দেশে লবণের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। ২৬৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ মেট্রিক টন লবণ আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে সাড়ে ২২ লাখ মেট্রিক টন। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমদানি করতে হচ্ছে। এজন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব বলেন, ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হয়েছে। দেরির কারণ বার্ড ফ্লু পরীক্ষা। সেই সমস্যা মিটেছে। এখন ডিম আসতে থাকবে। সব মিলিয়ে ২০ কোটি পিস আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button