জয় বড় হয়ে বাবার মতো হতে চায় না, সে কাউবয় হতে চায়: অপু

শোবিজ তারকাদের সন্তানেরা সধারণত বাবার পথে হাঁটেন। এমন নজির অনেক আছে। এর ব্যতিক্রমও যে ঘটে না, তা কিন্তু নয়। অনেকে নিজের মতো করে পেশা বেছে নেন।
শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় বড় হয়ে বাবার পথ অনুসরণ করতে চায় না। সে কাউবয় হতে চায়। এমনটাই জানালেন মা অপু বিশ্বাস।
এক সাক্ষাৎকারে এ নায়িকা বলেন, ‘জয়কে নিয়ে ভক্তরা ভাবেন, বড় হয়ে বাবার মতোই হয়ত নায়ক হবে সে। কিন্তু জয়ের ইচ্ছে নায়ক নয়, হতে চান কাউবয়।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘জয়ের নানির খুব ইচ্ছা ছিল, ও বড় হয়ে ডাক্তার হবে। মানুষের চিকিৎসা করবে। গরীব রোগীদের বিনা পয়সায় সেবা করবে। আমিও সেটাই চাই। জয় বড় হয়ে ডাক্তার হবে। জয়ও সেটাই চায়। মানে আমাদের মুখ থেকে শুনে শুনে জয়ের মধ্যেও সেই ইচ্ছে প্রবল হয়েছে। তবে জয়ের নিজের ইচ্ছা সে হবে কাউবয়। ঘোড়া নিয়ে ছুটে চলবে। আর সঙ্গে যাবে ট্রাম্পেট।’
তবে শাকিব খান চান, মানুষের মতো মানুষ হবে জয়। বাবার ইচ্ছা প্রসঙ্গে অপু বলেন, ‘শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় এটাই বলে। আর জয় যা হতে চাইবে তাতে তার আপত্তি নেই। ওর দাদা-দাদির কথাও একই জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।’
২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনও দুজনের যোগাযোগ হয় নিয়মিত।