ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে লঙ্কান ক্রিকেটের সদস্যপদ স্থগিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা (আইসিসি)।
শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি বোর্ড বৈঠক করেছে এবং স্থির করেছে যে শ্রীলঙ্কা ক্রিকেট দল সদস্য হিসাবে তার বাধ্যবাধকতাগুলির গুরুতর লঙ্ঘন করছে।
প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। যদিও শ্রীলঙ্কার আদালতে কয়েকদিনের মধ্যে ফের তাঁদের পদ-রক্ষা হয়। যদিও শ্রীলঙ্কার সরকার সেখানেই না থেমে সেদেশের সংসদে ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য আইন আনার পথেও হাঁটে। যে প্রক্রিয়া ও ক্রিকেট ঘিরে দেশের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপের জেরে কড়া সিদ্ধান্তের পথেই হাঁটল আইসিসি।