
এবার বাংলাদেশ দল কর্তৃক শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করা নিয়ে ক্রিকেটবিশ্বে একপ্রকার ঝড় বয়ে গেছে।
এবার ‘টাইমড আউট’ নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে আশরাফুল বলেন, ‘যদি আমি নেতৃত্ব দিতাম, তাহলে টাইমড আউটের আবেদনের আগে দীর্ঘক্ষণ ভাবতাম। পরে সেটা প্রত্যাহার করতাম, যদি ব্যাটারের ক্রিজে পৌঁছতে দেরি হওয়ার যথার্থ যুক্তি থাকতো।’
তিনি আরও বলেন, ‘ঘটনাবহুল ম্যাচে যিনি টাইমড আউট হয়েছেন, উনি এখন আর বিপজ্জনক ব্যাটার নন। তার মাঠে থাকা ম্যাচের ফলাফলে খুব কম ভূমিকা রাখতো। ওই মুহূর্তে ২ পয়েন্ট পেতে মরিয়া ছিল বাংলাদেশ। কারণ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে হয়, সাকিব শুধু এটাই ভেবেছিল।’