প্রধান খবরবিএনপিরাজনীতি

আবারও অবরোধ দিল বিএনপি

একদিন বিরতি দিয়ে পঞ্চম ধাপে আবারও বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

সোমবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে বলে বিএনপির একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, তাহলে বিএনপি ও শরিকরা লাগাতার হরতাল বা অবরোধ কর্মসূচি দিবে বলে জানা গেছে।

উল্লেখ্য, রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এছাড়া কয়েকজন পুলিশ সদস্যসহ কিছু নেতাকর্মী আহত হয়। এর পরদিন ২৯ অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর তিন দফায় ৭ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয় গত শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। এবার চতুর্থ দফায় রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button