ক্রিকেটখেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে যে ৮ দল

শেষ হলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব। ইতোমধ্যেই সবগুলো দল নিজেদের ৯টি করে ম্যাচ খেলেছে। যেখানে চার দল সুযোগ পাবে সেমিফাইনাল খেলার আর প্রথম আট দল অংশ নিতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে অংশ নেয়ার লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়ে ছিল প্রায় সবগুলো দলই। অবশেষে চূড়ান্ত হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে কোন আট দল অংশ নেবে।

রবিবার (১২ নভেম্বর) ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের লিগপর্ব। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হিসেবে পাকিস্তানের জায়গা আগে থেকেই নির্ধারিত। সেরা চারে থেকে সেমিফাইনালের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। এছাড়া স্বাগতিক পাকিস্তান ব্যতীত বাকি তিন দল হলো আফগানিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশ।

বিশ্বকাপের শেষ দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করার লড়াইটা জমেছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে। এই তিন দলই নয় ম্যাচে জিততে পেরেছে মোটে দুটিতে। তবে নেট রানরেটের বিবেচনায় আটে বাংলাদেশ, নয়ে শ্রীলঙ্কা ও দশে রয়েছে নেদারল্যান্ডস।

এই বিভাগের অন্য খবর

Back to top button