প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় প্রথমবারের মতো আল্ট্রা ম্যারাথন
‘সুস্থতার জন্য দৌঁড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় প্রথমবারের মতো আল্ট্রা ম্যারাথন।
‘বগুড়া রানার্স’ কর্তৃক আয়োজিত ৫০ কিমি এই আল্ট্রা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীরা শহরের সাতমাথায় ভোর ৫ টা ২৮ মিনিটে দৌড় শুরু করে বনানী, রানীরহাট, জমাদারপুকুরহাট, দুর্গাপুর হয়ে আবার রানীরহাটে এসে ৫০ কিমি পূর্ন করে। এতে দৌঁড় পূর্ণ করেন ১৭ জন।
উক্ত আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করেন ঢাকা, রাজশাহী, সিলেট, পাবনা, নাটোর, রংপুর, বগুড়া প্রভৃত জেলা থেকে আসা ১৯ জন অংশগ্রহণকারী।
বগুড়া রানার্সের মোঃ শোয়েব, মোঃ জাকির আলম ও ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের তত্ত্বাবধানে প্রতিযোগিতা শেষে সফলতার সাথে দৌড় শেষ করা প্রতিযোগিদের ক্রেস্ট প্রদান করা হয়।