প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা
বগুড়া আজিজুল হক কলেজের নতুন অধ্যক্ষ খোন্দকার কামাল হোসেন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর খোন্দকার কামাল হোসেনকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক প্রজ্ঞাপনে এ ব্যাপারে জানানো হয়।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
খোন্দকার কামাল হোসেন বর্তমানে মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে তিনি সরকারি আজিজুল হক কলেজে দীর্ঘদিন পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন।