বিনোদন

হঠাৎ ডিবি কার্যালয়ে শিশুশিল্পী লুবাবা

গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। বুধবার (১৫ নভেম্বর) লুবাবার ফেসবুক অ্যাকাউন্টে ডিবিপ্রধান হারুন অর রশিদের সঙ্গে তার কয়েকটি ছবি দেখা যায়। ছবিগুলোতে ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে লুবাবাকে এবং সঙ্গে ছিলেন তার মা জাহিদা ইসলাম।

এ বিষয়ে লুবাবার মা গণমাধ্যমে বলেন, ‘তেমন কিছু না। এমনি এসেছি। আমরা ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে এসেছি।’

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার কটাক্ষের শিকার হয় সিমরিন লুবাবা। এতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উল্লেখ করে তখন তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নেবেন তারা।

নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে জাহিদা ইসলাম বলেছিলেন, লুবাবার নামে প্রচুর ফেইক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। 

এই বিভাগের অন্য খবর

Back to top button