প্রধান খবরসোনাতলা উপজেলা
বগুড়ায় অবরোধ কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় শাহাবুল সরকার (৩৭) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শরিফ উদ্দিন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুল উপজেলা সদরের মৃত মোবারক আলী সরকারের ছেলে।
জানা যায়, সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচি পালন করেন শাহাবুল। সেখান থেকে দুপুরে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।