কাহালু উপজেলাপ্রধান খবর

বগুড়ায় চাঁদা দাবী করে বাড়ি-বাড়ি পোস্টার লাগানোর ঘটনায় গ্রেফতার এক

বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণপুর গ্রামের প্রায় আড়াইশোর বেশি বাড়িতে চাঁদা দাবী করে অপহরণের হুমকি দিয়ে বাড়ির দেয়ালে পোস্টার লাগানোর ঘটনায় আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত আড়াইটায় গোপণ তথ্যের ভিত্তিতে একই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রবিউল।

পোস্টার লাগানোর জন্য রাত ২টা থেকে ৫টা পর্যন্ত সময়কে বেছে নেয় সে। এই ঘটনায় সে ছাড়া, আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। 

এর আগে, গেলো পহেলা অক্টোবর জেলার কাহালু উপজেলার বিষ্ণপুর গ্রামে পোস্টার সাটিয়ে সন্তান অপহরণের দাবীতে আতংক ছড়িয়ে পড়ে পুরেো গ্রামে। পোস্টারে বাড়ির মালিকের আর্থিক ও পারিবারিক অবস্থা বিবেচনা করে সর্বনিম্ন ২শ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

এছাড়া পোস্টারে বলা হয়, ‘টাকা ৬ তারিখের মধ্যে নির্দিষ্ট নয়া পুকুরপাড়ে সোলার প্যানেলের নিচে বাক্সে স্থানে দিতে হবে। টাকা না দিলে আগামী ৭ তারিখের পর ছেলেমেয়ে হারিয়ে গেলে কোনো কিছু করার থাকবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button